স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য আমাদের যা যা করা উচিত সেগুলো হলো -
১. পাপের কাজ ছেড়ে দেয়া৷
আল্লাহর ইবাদাত না করা, অশ্লীলতা চর্চা করা, অনর্থক কাজ করা ইত্যাদি পাপ কাজের অন্তর্ভুক্ত৷
২. আল্লাহর কাছে ধৈর্য ধরে দোয়া করা এবং ক্ষমা চাওয়া৷
কুরআন
মাজিদে সুরা বাকারার ১৫৩
নং আয়াতে মহান আল্লাহ
ইরশাদ করেন,
يا ايها الذين امنوا استعينوا با الصبر والصلاة ان الله مع الصابرين
" হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। "
৩. বেশি রাত না জাগা। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া।
৪. সামাজিক মাধ্যমে প্রয়োজনের অতিরিক্ত সময় ব্যয় না করা৷
৫. নিয়মিত কুরআন মাজিদ পড়া এবং মুখস্থ করার চেষ্টা করা।
৬. নিজের কাজ নিজেই করার চেষ্টা করা৷
৭. সাধ্যমত দান করার চেষ্টা
করা৷

0 coment rios: