পৌরনীতি ও সুশাসন ১ম পত্র সাজেশন- HSC:2016
(সকল বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ)
অধ্যায়-০১: পৌরনীতি ও সুশাসন পরিচিতি
_____________________
১। পৌরনীতি কেন পাঠ করা প্রয়োজন-এ বিষয়ে মতামত জানতে চাইলে শিক্ষার্থীরা
জ্ঞানমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন:
......................
১। ক্ষুদ্রতর অর্থে পৌরনীতি কাকে বলে?
২। পৌরনীতি কী ধরনের বা কী বিষয়ক বিজ্ঞান?
৩। গভর্ন্যান্স সম্পর্কে UNDP প্রদত্ত বক্তব্যটি লেখো।
৪। সুশাসন কী?
৫। কোন ভাষার শব্দ থেকে Politics শব্দটির উৎপত্তি হয়েছে?
অনুধাবনমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন:
.........................
১। পৌরনীতি ও সুশাসন কীভাবে নাগরিক চেতনা বৃদ্ধি করে?
২। পৌরনীতি ও সুশাসন কীভাবে ছাত্র-ছাত্রীদের জ্ঞানের পরিধি বিস্তৃত করে?
৩। সমাজ, রাষ্ট্র বিশ্ব গঠনের প্রক্রিয়া পৌরনীতি ও সুশাসন শিক্ষার মাধ্যমেই অর্জন করা সম্ভব-ব্যাখ্যা করো।
৪। পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি পরস্পর পরিপূরক-ব্য্যাখা করো।
.৫। ‘নাগরিক জ্ঞান’ বলতে কী বোঝ?
৬। তথ্যের সহজলভ্যতা-বিষয়টি ব্য্যাখ্যা করো।
অধ্যায়-০২: সুশাসন
-----------------
জ্ঞানমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন:
......................
১। উন্নয়ন বা টেকসই উন্নয়নের অপরিহার্য অঙ্গ কী?
২। জাতিসংঘের তথ্য মতে, দক্ষিণ এশিয়ার দারিদ্রের হার কত?
৩। আমলাগণের দক্ষতার উপর কীসের সফলতা নির্ভর করে?
৪। দূর্নীতি কাকে বলে?
৫। কোন প্রতিষ্ঠান প্রতি বছর বিশ্বব্যাপী রাষ্ট্রগুলোর উপর দূর্নীতির একটি ধারণাসূচক প্রকাশ করে?
৬। বর্তমান সময়ের প্রচলিত গণতন্ত্র কোন প্রকৃতির?
৭। কীসের উপর গণতন্ত্রের সফলতা অনেকাংশে নির্ভর করে?
৮। কীসের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হয়?
৯। সামাজিক অধিকার কাকে বলে?
১০। সুশাসনের মূল ভিত্তি কী?
১১। টি আই এর পূর্ণ রূপ কী?
অনুধাবনমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন:
..........................
১। রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠার গুরুত্ব কীরূপ?
২। সমাজ এবং রাষ্ট্রে সুশাসন গুরুত্বপূর্ণ কেন?
৩। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি সমস্যা হলো দারিদ্র্য-ব্যাখ্যা
করো।
৪। দুর্নীতি বলতে কী বুঝ?-ব্যাখ্যা করো।
৫। গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা কীভাবে সুশাসন প্রতিষ্ঠা করে?
অধ্যায়-৩: মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
________________________
জ্ঞানমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন:
......................
১। মূল্যবোধ কাকে বলে?
২। কোনটি মূল্যবোধের ভিত্তিস্বরূপ?
৩। বুদ্ধিভিত্তিক মূল্যবোধ কী?
৪। ধর্মীয় মূল্যবোধ কাকে বলে?
৫। সাংস্কৃতিক মূল্যবোধ কাকে বলে?
৬। আইন কী?
৭। ‘lag’ শব্দের আভিধানিক অর্থ কী?
৮। অধ্যাপক হল্যান্ড আইনের কয়টি উৎসের কথা বলেছেন?
৯। স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ কী?
১০। স্বাধীনতাকে কয় শ্রেণিতে ভাগ করা যায়?
১১। ‘যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারেনা’-এটি
কার উক্তি?
১২। সাম্য কী?
১৩। রাজনৈতিক সাম্য কী?
অনুধাবনমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন:
..........................
১। মূল্যবোধ এক প্রকার সামাজিক নৈতিকতা-ব্যাখ্যা করো।
২। সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝ?
৩। নৈতিক মূল্যবোধ বলতে কী বোঝায়?
৪। আইনের শাসন বলতে কী বোঝ?
৫। আইন বলতে কী বোঝায়?
৬। জাতীয় আইন বলতে কী বোঝায়?
৭। রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?
৮। আইন হলো সার্বভৌম আদেশ-ব্যাখ্যা করো।
৯। অর্থনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?
১০। অর্থনৈতিক সাম্য কী?
অধ্যায়-৪: ই-গভর্ন্যাস্থ ও সুশাসন
_________________
জ্ঞানমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন:
.....................
১। ই-গর্ভন্যান্স এর অর্থ কী?
২। ই-প্রশাসন কী?
৩। ই-সেবা কাকে বলে?
৪। ই-গণতন্ত্র কাকে বলে?
৫। ই-গর্ভন্যান্সকে স্মার্ট সরকার ব্যবস্থা বলে আখ্যায়িত করেছেন
কে?
৬। সুশাসন বাস্তবায়নের অন্যতম প্রধান হাতিয়ার কোনটি?
৭। ই-পুলিশিং ব্যবস্থা চালু করা সম্ভব হলে কী ঘটবে?
অনুধাবনমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন:
.........................
১। ই-গর্ভন্যান্স বলতে কী বোঝ?
২। ই-গর্ভন্যান্স এর প্রয়োগক্ষেত্র সম্পর্কে লিখ।
৩। ই-সার্ভিসেস বলতে কী বোঝ?
অধ্যায়-৫: নাগরিক অধিকার, কর্তব্য ও মানবাধিকার
___________________________
জ্ঞানমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন:
......................
১। নৈতিক কর্তব্য কী?
২। আইনগত কর্তব্য কাকে বলে?
৩। সাধারণভাবে অধিকার বলতে কী বোঝায়?
৪। অধিকার প্রথমত কত প্রকার?
৫। আইনগত অধিকার কত প্রকার?
৬। আইনগত অধিকারের উৎস কী?
৭। নাগরিকের সবচেয়ে বড় কর্তব্য কোনটি?
অনুধাবনমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন:
..........................
১। সামাজিক কর্তব্য কী?
২। অধিকার ও কর্তব্য একই বস্তুর দুটি দিকমাত্র ব্য্যাখ্যা কর।
৩। নাগরিককের ক্সনতিক অধিকার বলতে কী বোঝ?
৪। অর্থনৈতিক অধিকার বলতে কী বোঝ?
অধ্যায়-৬: রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
_______________________
জ্ঞানমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন:
......................
১। চাপসৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে?
২। চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে কয়ভাগে ভাগ করা যায়?
৩। চাপসৃষ্টিকারী গোষ্ঠীর অপর নাম কী?
৪। সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে কোন গোষ্ঠী?
৫। নেতৃত্ব কী?
৬। নেতৃত্বের ক্সবধতা বলতে কী বোঝায়?
অনুধাবনমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন:
..........................
১। ‘চাপসৃষ্টিকারী গোষ্ঠীর অপর নাম স্বার্থগোষ্ঠী’ ব্যাখ্যা কর।
২। চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝ?
৩। নেতৃত্বের ভূমিকা কীরূপ?
অধ্যায়-৭: সরকারের কাঠামো ও সরকারের অঙ্গঁসমূহ
___________________________
জ্ঞানমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন:
......................
১। বর্তমান বিশ্বে কতটি দেশে প্রজাতান্ত্রিক সরকার কাঠামো রয়েছে?
২। সর্বপ্রথম প্রজাতান্ত্রিক সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হয় কোন দেশে?
৩। এক-কক্ষবিশিষ্ট আইনসভা কী?
৪। দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা কী?
৫। ব্রিটেনের আইন সভার উচ্চকক্ষের নাম কী?
৬। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কী?
৭। আইনসভার প্রধান কাজ কী?
৮। শাসন বিভাগের মূল কাজ কী?
৯। আইন প্রণয়ন ও আইন সংশোধনের দায়িত্ব কোন বিভাগের?
১০। বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে?
১১। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির শ্রেষ্ঠ প্রবক্তা কে?
অনুধাবনমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন:
.........................
১। ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝ?
২। কনফেডারেশন বলতে কী বোঝ?
৩। যুক্তরাষ্ট্রীয় সরকার কাঠামো ও কনফেডারেশন এর মধ্যে পার্থক্য কীরূপ?
৪। প্রজাতন্ত্র বলতে কী বোঝ?
৫। একনায়কতন্ত্র বলতে কী বোঝ?
৭। শাসন বিভাগ বলতে কী বোঝায়?
অধ্যায়-৮: জনমত ও রাজনৈতিক সংস্কৃতি
_____________________
জ্ঞানমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন:
......................
১। গণতন্ত্রের ক্ষেত্রে জনমতকে কী বলা হয়?
২। সুষ্ঠু জনমত গঠনে কারা অগ্রণী ভূমিকা পালন করে?
৩। শ্রেণি বিভক্ত সমাজে জনমত গঠনের মাধ্যমগুলো কাদের
নিয়ন্ত্রণে থাকে?
অনুধাবনমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন:
..........................
১। জনমত গঠনে চলচ্চিত্র, রেডিও ও টেলিভিশনের ভূমিকা কী?
২। রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝ?
৩। জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা কীরূপ?
৪। জনমত গঠনে সভা-সমিতির ভূমিকা কীরূপ?
৫। সজ্ঞান ও সচেতন জনমতকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূলভিত্তি বলা হয় কেন?
অধ্যায়-৯: জনসেবা ও আমলাতন্ত্র
_________________
জ্ঞানমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন:
......................
১। "Bureaucray" বা আমলাতন্ত্রের উৎপত্তিগত অর্থ কী?
২। গ্রিক শব্দ "ক্রেটিন" এর অর্থ কী?
৩। প্রশাসনে কয় শ্রেণির লোক দেখা যায়?
৪। রাষ্ট্রের আনুষ্ঠানিক শক্তি কী?
৫। শাসন বিভাগের স্থায়ী উপাদান কী?
৬। আধুনিক রাষ্ট্র কীরূপ?
৭। গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম দায়িত্ব কী?
৮। কারা আমলাদের মুখপাত্রে পরিণত হয়?
৯। কোন মন্ত্রী সংসদ অধিবেশনে বাজেট পেশ করেন?
অনুধাবনমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন:
..........................
১। আমলারা সরকারকে নীতি প্রণয়নের জন্য সুপারিশ করে থাকেন কীভাবে? ব্যাখ্যা কর।
২। ‘চেইন অব কমান্ড’ কী? ব্যাখ্যা কর।
অধ্যায়-১০: দেশপ্রেম ও জাতীয়তা
_________________
জ্ঞানমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন:
.....................
১। জাতীয়তার অর্থ কী?
২। জাতি ও জাতীয়তার ব্যুৎপত্তিগত অর্থ কী?
৩। ইংরেজি ‘ঘধঃরড়হ’এবং ‘ঘধঃরড়হধষরঃু’ শব্দদ্বয় কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে?
৪। ‘Nation’ এবং ‘Nationality’ শব্দদ্বয়ের অর্থ কী?
৫। জাতি কীরূপ ধারণা?
৬। কীভাবে ভাবের আদান-প্রদান হয়?
৭। জাতীয়তার অন্যতম উপাদান কী?
৮। জাতীয়তার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কী?
অনুধাবনমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন:
.........................
১। আধুনিককালে জাতি বলতে কী বোঝায়?
২। জাতীয়তা থেকে কীভাবে জাতিতে পরিণত হয়?

0 coment rios: